লড়াই করেই দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করা হবে
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
লড়াই করেই দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, যতদিন বিএনপির একজন নেতাকর্মী জীবিত থাকবে, ততদিন পর্যন্ত গণতন্ত্রের লড়াই চলবে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সকালে শহীদ ডাক্তার মিলনের ৩০তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তারা।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা আয়েজস করে ৯০ এর ডাকসু এ সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে যোগ দিকে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে শহীদ শামসুল আলম মিলনের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র ও যুবসমাজ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন তিনি। বেগম জিয়া জামিন পাননি, তিনি গৃহবন্দি আছেন উল্লেখ করে, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় সেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে গর্জে ওঠার আহ্বান জানান বেগম সেলিমা রহমান।