শংকা আর উৎকন্ঠা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজারের ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নাটোরে ঈদকে সামনে রেখে শংকা আর উৎকন্ঠা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজারের ব্যবসায়ীরা। গত কয়েক বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় তিন’শ কোটি টাকা বকেয়া থাকায় ক্ষতিগ্রস্থ হয়ে আছেন তারা।
এছাড়া, চামড়া পাচারের আশংকাও করছেন অনেকে। সরকার, সরাসরি হস্তক্ষেপ না করলে বড় ধরণের ক্ষতিগ্রস্ত হবে বলে জানায়, ব্যবসায়ীরা।
শহরের চকবৈদ্যনাথ এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। এখন চলছে আড়ৎ পরিষ্কারসহ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরনের প্রস্তুতি। বকেয়া টাকা আদায়ের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা। এদিকে, ট্যানারি মালিকদের কাছে বকেয়া থাকায় নাটোরের ব্যবসায়ীরাও স্থানীয়দের পাওনা শোধ করতে পারছেন না।
সরকার আর্থিক সহায়তা না দিলে, চামড়া শিল্পে বিপর্যয় আসতে পারে বলে মনে করেন, এই ব্যবসায়ী নেতা।
নাটোরের এই বাজার থেকে দেশের চাহিদার প্রায় ৩০ শতাংশ পুরন হয়।