শঙ্খ ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাক-ঢোলের বাদ্য আর উলুধ্বনির মধ্য দিয়ে শেষ হলো কুমারী পূজা
- আপডেট সময় : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ছিলো কুমারী পূজার আরাধনা। কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই এ পূজার মাহাত্ম্য। কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য ও নারীর যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী কন্যাকে এ পূজার জন্য নির্বাচন করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল থেকে শুরু হয়ে পুজার আনুষ্ঠানিকতা চলে দুপুর পর্যন্ত। এবারের কুমারী ছিলো ৬ বছর বয়সী উমা দেবী।
শঙ্খের ধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্য আর উলুধ্বনির মধ্যদিয়ে শেষ হলো কুমারী পূজার আনুষ্ঠানিকতা। শাস্ত্র অনুযায়ী এবারের কুমারী, মা উমা দেবী।
মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরূপ কুমারী পূজা। দুর্গাপূজায় কুমারী পূজা হলো অশুভ, অন্যায়, পাপ পঙ্কিলতার বিরুদ্ধে ন্যায়, পূর্ণ, সত্য, শুভ ও সুন্দরের যুদ্ধ। সনাতন নারীদের কাছে এ পূজার গুরুত্ব অনেক বেশি।
গত দু’বছর করোনায় এ পুজা উদযাপন করা হয়নি।তাই এবারের কুমারী পূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
আনুষ্ঠানিক পূজা অঞ্জলি শেষে মানুষের শান্তি ও কল্যাণের জন্য আশির্বাদ করেন কুমারি মা উমা দেবী।
এ বছর ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে পূজা মন্ডপের সংখ্যা সংখ্যা ২৪১টি।মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।