শতকোটি টাকা আত্মসাৎ করে পলাতক শহিদুল্লাহ ও নিপা সুলতানা নুপুরকে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ঢাকার পুঁজিবাজারের গ্রাহকদের শতকোটি টাকা আত্মসাৎ করে পলাতক ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান শহিদুল্লাহ ও পরিচালক নিপা সুলতানা নুপুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করে। সকালে ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল বাতেন। তিনি জানান, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকার হাউজ। এই ব্রোকার হাউজে প্রায় ২২ হাজার বিও একাউন্টধারী ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার কেনাবেচা করতেন। গ্রেফতারকৃতরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা ২২ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর অগোচরে শেয়ার বিক্রি করে ১১৮ কোটি টাকা ভিন্ন একাউন্টে সরিয়ে নেয়। ২২ জুন ব্রোকার হাউজটি বন্ধ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় পল্টন থানায় ২টি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল বাতেন।