শতবাধা পেরিয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
সারা দেশে আড়ম্বরপূর্ণভাবে শুরু হয়েছে বই উৎসব আজ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে এই উৎসব চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘বই বিতরণ উৎসব’ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেন। মন্ত্রী এসময় বলেন, শত বাধা পেরিয়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার চেষ্টা করেছে সরকার। তবে সংকট থাকায় এখনো পূর্ণাঙ্গ সেট দেয়া যায়নি। যা এ মাসেই দেয়া হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের কারিগর হবে শিশুরা। এদিকে, মাধ্যমিকের পাঠ্যপুস্তক উৎসব হয় গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে।