শতভাগ না হলেও বিপিএল দল গঠনে প্রত্যাশা পূরণ হয়েছে নাফিসা কামালের
- আপডেট সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শতভাগ না হলেও বিপিএল দল গঠনে প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিজা কামাল। ফাফ ডু-প্লেসি ও সুনিল নারিনকে শুরু থেকে পাওয়া গেলে মঈন আলী দলের সঙ্গে যোগ দেবেন মাঝ পথে। বাবা মোস্তফা কামাল আর কুমিল্লাবাসীর জন্য শিরোপা পুনরুদ্ধার করতে চান নাফিজা কামাল। বিপিএলে ব্যাটিং সহায়ক উইকেট চান ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন।
অভিষেক আসরে বাজিমাত করে নজর কাড়ে সবার। পরের তিন আসরে আরও একবার শিরোপা উল্লাস। চার আসরের দুইবার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে দলটি। বলছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা।
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের পঞ্চম আর টুর্নামেন্টের অষ্টম বিপিএল সিজনের সামনে দাঁড়িয়ে কুমিল্লা। যে লক্ষ্যে দেশি-বিদেশী মিলে এবারের আসরে ভারসাম্য দল গড়েছে ভিক্টোরিয়ান্স।
অর্থমন্ত্রী মোস্তাফা কামালের হাত ধরে পথচলা শুরু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই বাবা মোস্তফা কামাল আর কুমিল্লাবাসীর জন্য শিরোপা পুনরুদ্ধার করতে চান নাফিজা কামাল।
বৈচিত্র্যময় মিরপুরের রহস্য ঘেরা উইকেট। তা জানেন, বুঝেন। তাই মিরপুরের উইকেট বিবেচনায় দল গড়েছেন ভিক্টোরিয়ান্স চেয়ারম্যান।
দলটির অধিনায়কের দায়িত্বে কে থাকবেন তা এখনও চূড়ান্ত করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে, দেশের কারো হাতে যে উঠছে আমব্রেন্ড সেটা এক প্রকার নিশ্চিত।
আপস/সিংক: