শত চেষ্টায়ও বন্ধ হচ্ছে না স্বাস্থ্যখাতের অবাধ দুর্নীতি
- আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শত চেষ্টায়ও বন্ধ হচ্ছে না স্বাস্থ্যখাতের অবাধ দুর্নীতি। ভুল চিকিৎসা বা সেবা না পেয়ে বাড়ছে মৃত্যুর হার। হাসপাতালগুলোতে কয়েক দফা রেজিষ্টার ব্যবস্থা থাকলেও এক ব্যক্তি চিকিৎসা পাচ্ছেন অন্য নামে। দেশে ভুল চিকিৎসার অভিযোগ করার একমাত্র প্রতিষ্ঠান বিএমডিসি হলেও সাধারণ মানুষের অনেকেরই বিষয়টি জানা নেই। স্বাস্থ্যখাতের অনিয়ম এবং দূর্নীতি নিয়ে ফারুক হোসেনের ক্যামেরায় মানিক মিয়াজীর প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব।
চিকিৎসাসেবায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে প্রায়ই রোগীর স্বজন ও ডাক্তারদের মুখোমুখি হতে দেখা যায়। হাতাহাতি এবং ভাংচুরের ঘটনাও ঘটেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে।
বাংলাদেশে এমন ঘটনার অভিযোগ করার একমাত্র জায়গা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি। কিন্তু সেই তথ্যও সাধারণ মানুষের অনেকেই জানেন না।
বিভিন্ন জেলায় সরকারী চিকিৎসা কেন্দ্র থাকলেও ডাক্তার-নার্সদের অনুপস্থিতিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন অনেকেই। তাছাড়া নিম্নআয়ের মানুষ উন্নত চিকিৎসা নিতে ঢাকা পর্যন্ত আসার কথা চিন্তাও করতে পারেন না। আর আসলেও প্রয়োজনীয় তথ্য উপাত্ত না থাকায় নানামুখি বিড়ম্বনার শিকার হন।দালালদের খপ্পড়ে পড়ে চিকিৎসা না পেয়ে নিস্ব হওয়ার খবরও আসে প্রতিনিয়ত।
চিকিৎসকদের ত্রুটি নিয়ন্ত্রণে দেশের বিভাগীয় শহরগুলোতে কমিটি করা হলেও এই কমিটির কার্যক্রম উল্লেখ করার পর্যায়ে আসেনি।
স্বাস্থ্যখাতে দূর্নীতি বন্ধ হবে, ভুল চিকিৎসায় মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটবে না এমনটাই চাওয়া সাধারণ মানুষের।