শত চেষ্টা করেও জনগণের অন্তর থেকে শহীদ জিয়ার নাম মোছা যাবে না : গয়েশ্বর
- আপডেট সময় : ০৭:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শত চেষ্টা করেও জনগণের অন্তর থেকে শহীদ জিয়ার নাম মুছে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পুরান ঢাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রাশেদ খান মেনন, মেজর রফিকুল ইসলাম, সেলিনা হোসেনসহ আওয়ামী লীগের অনেকের নামে সড়কসহ বিভিন্ন স্থাপনার নামকরণ রয়েছে।এদের নামে যদি স্থাপনা থাকে, তাহলে জিয়াউর রহমানের নাম স্থাপনা থেকে কেন মুছে ফেলা হবে। তিনি বলেন, বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে শহীদ জিয়া আছেন এবং থাকবেন। সরকারের প্রতি হুসিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, ইতিহাসে যাদের নাম রক্তদিয়ে লেখা তাদের নাম মুছতে যাবেন না তাহলে ক্ষমতার পালাবদল হলে তার পুনরাবৃত্তি হবে। মানববন্ধনে অবিলম্বে মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশের স্কুলটির নাম শহীদ জিয়াউর রহমানের নামে বহাল করার দাবি জানান বক্তারা ।