শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় ছিল তারা নিজেরাই নিয়েছে, মানুষকে কিছুই দেয়নি। সকালে রাজধানীতে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন
প্রধানমন্ত্রী। বিসিএস কর্মকর্তাদের দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশনা দেন শেখ হাসিনা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জন প্রশাসন মন্ত্রনালয় ও লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষন কোর্সের মেধাবী বিসিএস কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন তিনি।।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত করে যুদ্ধাপরাধীদের রাজনীতির করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান। ৭৫ পরবর্তী ২৯ বছর দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলেনি।
তিনি বলেন, স্বাধীতার চেতনা ও আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে দেশকে বদলে দিয়েছে আওয়ামী লীগ সরকার।
জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ জানিয়ে, সরকার প্রধান বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
বিসিএস কর্মকর্তাদের জনগণের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশনা দেন শেখ হাসিনা।