শনিবার ঢাকার রামপুরা সড়কে লাল কার্ড ও কার্টুন প্রদর্শন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সড়কে অব্যাহত দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে শনিবার ঢাকার রামপুরা সড়কে লাল কার্ড ও কার্টুন প্রদর্শন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সড়কের ফুটপাতে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা। ১১ দফা দাবির পাশাপাশি রামপুরা-গুলিস্তান সড়কে কয়েকটি ফুটওভার ব্রিজ অথবা আণ্ডারপাস নির্মাণের আহ্বানও জানিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ধারাবাহিক কর্মসূচি শেষে রামপুরা সড়কে পুলিশের সামনে বিতর্কে জড়ায় পরিবহন শ্রমিক ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশী করতে গেলে এই বিতর্কে জড়ালেও পুলিশ কোন পদক্ষেপ না নেয়া ক্ষোভ জানান শিক্ষার্থীরা।
তবে, শিক্ষার্থীদের এ অভিযোগ অস্বীকার করছে পুলিশ।
এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় টায় রামপুরা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময়ে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা।
রামপুরা ও গুলিস্থান সড়কে ফুট ওভারব্রীজ প্রতিস্থাপনের দাবিও তাদের।
বিক্ষোভ শেষে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া আন্দোলনকারীরা।