শনিবার থেকে কুড়িগ্রামে শুরু হবে বঙ্গবন্ধু আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
শনিবার থেকে কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৮তম বঙ্গবন্ধু আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা।
এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবানসহ অন্যান্যরা। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের ২০২১ সালের মহিলা ভলিবল খেলার এ আয়োজন এবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। ৪ দিনের প্রতিযোগিতায় ১২টি জেলার মহিলা ভলিবল খেলোয়াড়রা অংশ নেবে।