শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে : আবহাওয়া অফিস
- আপডেট সময় : ১০:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
উজানের পানি ও অতিভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে এবং নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে চরম দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে।
অক্টোবরের শুরুতে বিদায় নেবার কথা থাকলেও যাবার আগে যেনো নীরব রইল না মৌসুমি বায়ু। খামখেয়ারী এই মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশের জনজীবন। সাপ্তাহিক ছুটির দিনে বের হওয়া নগরবাসী অতিভারি বৃষ্টিতে সৃষ্ট যানজটে নাকাল।
সড়কে পানি উঠে যাওয়ার কারণে, রাস্তায় যানবাহনে শুধু ধীরগতি নয়, স্বল্প দূরত্বের রাস্তা পারাপারে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। জলাবদ্ধতা সৃষ্টির সাথে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ইতিহাসের রেকর্ড ভাঙলো ময়মনসিংহ। আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে।
ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায়, উজানে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। যা বাংলাদেশে বড় বন্যার আশঙ্কা তৈরি করছে। উজানের পানি আর অতিভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার পূর্বাভাস না থাকলেও, পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতির কথা জানান সরদার উদয় রায়হান।