শরীয়তপুরে ইউপি নির্বাচনের প্রচারণার সময় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
শরীয়তপুরে ইউপি নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় বোমার আঘাতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী তার ডান চোখে মারাত্বক আঘাত পান। আহত হয়েছে অন্তত ৪০ জন নেতাকর্মী। ২ ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ৩টি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার পর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলেনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ঢালী ক্ষমতাসীন দলকে দোষারোপ করেন।