শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় চলছে পাঠদান
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরে দক্ষিণ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় চলছে পাঠদান। দ্রুত মেরামত না হলে যে কোনো সময় ধসে বড় ধরনের দূর্ঘটার আশংকা করছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
৯৭২ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৩-৯৪ অর্থ বছরে একবার পুন:নির্মাণ করা হয় শরীয়তপুর সদর উপজেলার ৮৬ নম্বর দক্ষিণ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। এরপর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এরইমধ্যে ছাদের দেয়ালের প্লাষ্টার খসে পড়াসহ ভবনের কলামগুলোর আস্তর ভেঙে রড বেরিয়ে পড়েছে।
বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনও বরাদ্দ পাওয়া যায়নি জানালেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
৪ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়টিতে রয়েছে ৪ জন শিক্ষক ও দুই শতাধিক ছাত্রছাত্রী।জরুরী ভিত্তিতে বিদ্যালয়টির একটি নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসির।