শরীয়তপুরে ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৬:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২০ বছর পর শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও তার ভাইয়ের হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ শওকত হোসাইন। রায়ে আসামি শাহিন কোতোয়াল, শহীদ কোতোয়াল, সফিক কোতোয়াল, সোলায়মান, শহীদ তালুকদার ও মজিবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর বাবুল তালুকদার, ডাবলু তালুকদার, বাবুল খান ও রশিদকে যাবজ্জীবনসহ আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস পেয়েছেন ৩৯ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ জনসহ ৪ আসামি পলাতক রয়েছে। ২০০১ সালের ৫ অক্টোবর হাবিবুর রহমান ও তার ভাইকে গুলি করে হত্যা করে ৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী হেমায়েত উল্লাহ আওরঙ্গ’র সমর্থকেরা। এদিকে,মানিকগঞ্জের শিবালয়ের জামসা গ্রামে কৃষক লালচান হত্যা মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারক মীর রুহুল আমীন আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মোহম্মদ জমির হোসেন, মোহম্মদ জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান।২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা লালচানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে লালচানের মৃত্যু হয়।