শর্ত মেনেই রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি শেষ করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
শর্ত মেনেই রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি শেষ করেছে বিএনপি। পুলিশের পক্ষ থেকে ঘরোয়াভাবে সমাবেশের মৌখিক অনুমতি দেয়া হয়েছে।
তবে রাতেই একটি কনভেনশন সেন্টারের পাশে খোলাস্থানে মঞ্চ তৈরি করা হয়েছে। এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ হাসান টুকুসহ বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থীদের বক্তব্য দেয়ার কথা রয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নগরীজুড়ে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃংখলাবাহিনী। সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজনদের তল্লাশিও করা হচ্ছে। এদিকে, রাজশাহী বিভাগে সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট দ্বিতীয়দিনে গড়ালো। সকাল থেকে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।