শহীদ আবদুল্লাহর আত্মত্যাগে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে: হাসান আরিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান, পর্যটন মন্ত্রনালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আব্দুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে।
দুপুরে শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড় আঁচড়া গ্রামে ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারতের সময় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিগত ১৬ বছরের সকল ঘুম, খুন ও হত্যাসহ সকল অপকর্মের বিচার করা হবে। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এতে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান, শার্শা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানসহ অন্যান্যরা।