শাকিব খানের একাউন্ট ব্লক

- আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে না খুলতেই ব্লক হলো নায়ক শাকিব খান।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন বাংলাদেশের এই শীর্ষ নায়ক। তারই ধারাবাহিকতায় শাকিব তার আসন্ন “নবাব এল এল বি” সিনেমার একটি গানের ছবিও পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করে শাকিব লিখেছিলেন, ‘প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, যাত্রা শুরু’। গত ২১ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার খবর জানিয়েছিলেন নিজেই কিন্তু তিন দিনের মাথায় ব্লক হয়ে যায় তার ইন্সটাগ্রাম একাউন্ট।
জনপ্রিয় এই নায়ক ইনস্টাগ্রামে আসার আগে থেকেই তার নামে অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল। ভুয়া অ্যাকাউন্টধারীদের রিপোর্টে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ভুয়া আইডিগুলো থেকে শাকিবের বিভিন্ন সিনেমার স্থিরচিত্র ও কাজের তথ্য পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করা হতো। সবগুলো আইডি’র কমবেশি অনুসারী আছে। শাকিব খানের আসল ইনস্টাগ্রাম আইডি চালুর পর ভুয়া আইডি নিয়ন্ত্রকরা গণহারে রিপোর্ট করে ফলে এখন ইনস্টাগ্রামে শাকিবের অফিশিয়াল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না।
এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন শাকিব খান।
অনলাইন ডেস্ক