শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় জানানো হবে: ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
জনগণকে সথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনেই এই সরকারকে বিদায় জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীতে পদযাত্রা পূর্বক সমাবেশ ফখরুল বলেন, সরকারের জুলুম নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। ফলে আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না তারা। এ সরকার অধীনে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও ঘোষণা দেন বিএনপির এই শীর্ষ নেতা।
শুক্রবার নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে পদযাত্রা পূর্বক সমাবেশ করে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল।
পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড় হন জেলা ও বিভিন্ন উপজেলার হাজারো নেতাকর্মী।
খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় এলাকা।
বিকেল ৩টার একটু আগে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সমবেশ।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে। সরকারের ওই নির্যাতন-জুলুম থেকে মুক্তি চায় জনগণ।
কোন হরতাল অবরোধ নয়, জনগণকে সথে নিয়ে শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় জানানো হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।
বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এক দফা দাবীর সমালোচনা করেন ফখরুল।
সাধারণ মানুষ এখন জেগে উঠেছে, ১৪-১৮ সালের মত আর নির্বাচন হতে দেয়া হবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
পরে নোয়াখালী মাইজদি প্রধান সড়কে পদযাত্রা কর্মসুচি পালন করে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।