শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে এই অঞ্চলের রাজনীতিক ও রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের একসাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকার প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় ভুটানই প্রথম বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভুটান শুধু বন্ধু রাষ্ট্রই নয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দু’দেশের অবস্থান এক ও অভিন্ন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ৮ম দিনে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়েই বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে দক্ষিণ এশিয়া।
এ সময় ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভুটান ও বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু-রাষ্ট্র।
এর আগে বাংলাদেশকে নিজের সেকেন্ড হোম উল্লেখ করে মহান মুক্তিযুদ্ধের পর থেকে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
এছাড়া দু’দেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বারক ডাক টিকেট তুলে দেন ভুটানের প্রধানমন্ত্রী।