শান্তিপূর্ণ কর্মসূচিতে না হলে, রাজপথেই ফয়সালা: ফখরুল
- আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারকে আর কোনো নির্বাচনী খেলা খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর বাড্ডায় গণমিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, জনগণ মাঠে নেমেছে। এবারের লড়াই জীবন-মরণের লড়াই। শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায় না হলে, রাজপথে ফয়সালা করার হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল ।
সরকার পতনে বিএনপির এক দফা দাবি আদায়ের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে, রাজধানীতে গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, ২ টার মধ্যাই বৃষ্টি উপেক্ষা করে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন ঢাকা মহানগর উত্তর বিএনপির হাজারো নেতাকর্মী।
গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপি সিনিয়র নেতারা বলেন, হামলা মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, এবারের লড়াই, জীবন-মরণ লড়াই। দাবিও একটাই–. শেখ হাসিনার পদত্যাগ।
নতুন দুটি দলকে নিবন্ধন দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সরকার আবারো যেন তেনো নির্বাচনের পাঁয়তারা করছে।
শান্তিপূর্ণ আন্দোলনের দাবি আদায় না হলে, রাজপথে ফয়সালা করার হুশিয়ারী দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শেষে সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা হয়ে মিছিলটি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।