শান্তি ও প্রগতির পথেই চলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শান্তি ও প্রগতির পথে ধরেই বাংলাদেশ চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীতি, সততা ও আদর্শ নিয়ে সংগঠন পরিচালনা করতে ছাত্রলীগের নেতাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সততার সাথে দেশের কল্যাণে কাজ করতে না পারলে ইতিহাস থেকে বিলীন হয়ে যেতে হবে। তাই জনসেবায় নিয়োজিত হয়ে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
উপমহাদেশের সবচাইতে বড় ও প্রাচীন ছাত্রসংগঠন ছাত্রলীগ পার করেছে ৭৩ বছর। শিক্ষা, শান্তি, প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বসে প্রাক্তন আর নতুনের মিলনমেলা।
ছাত্রলীগের জন্মদিনে ১৯৪৮ থেকে এ পর্যন্ত প্রায় সব কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন।
দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম ও আন্দোলনে পিতা শেখ মুজিবের হাতে গড়া এই ছাত্র সংগঠনের আত্মত্যাগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের ভূমিকার ইতিহাস মনে রেখে প্রতিটি আচরণ করা উচিত– যাতে সংগঠনের সম্মান ও ঐতিহ্য রক্ষা পায়।
অতীতে ভিন্ন ধারার রাজনীতিকে বৈধ করতে ছাত্র সংগঠনকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অবৈধ শাসকেরা দেশের ভবিষ্যত নেতৃত্ব ধংস করতে চেয়েছে। কিন্তু ছাত্রলীগের সদস্যদেরকে জনগণের পাশে থেকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে।
স্বাধীনতা বিরোধীচক্র সব সময়েই সক্রিয় ছিলো। তারা বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার চেতনায় আদর্শভিত্তিক সংগঠন হিসেবে পরিচালিত হবে ছাত্রলীগ।