শান্তি চুক্তির ২৬ বছরেও সংঘাত কমেনি পাহাড়ি জনপদে
- আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষে চুক্তি সম্পাদন হলেও পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি আসেনি। সরকার চুক্তির অধিকাংশ ধারা বাস্তয়নের দাবি করলেও পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বেড়েছে পাহাড়িদের মাঝে। এদিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক কতিপয় ধারা সংশোধন করে পার্বত্য চুক্তি পুর্ণমূল্যায়নের দাবি স্থানীয় বাঙালিদের।
দেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রামে প্রায় দুই দশকেরও বেশি সময় চলে রক্তক্ষয়ী সংঘাত। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি হয়। তৎকালীন সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা চুক্তিতে স্বাক্ষর করেন। লক্ষ্য ছিলো, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হানাহানি আর সংঘাতে এখনও অশান্ত পার্বত্য এলাকা। এ নিয়ে পাহাড়ি মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা ও অবিশ্বাস।
পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার অভিযোগ পাহাড়ি নেতাতের। একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে দাবি করে সরকার পক্ষ বলছে, চুক্তির সুফল পাচ্ছে পাহাড়ের মানুষ।
পার্বত্য চুক্তিকে একপেশে আখ্যায়িত করে চুক্তিতে থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাঙালিরা।
চুক্তি বাস্তবায়ন নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে পাহাড়ে স্থায়ী শান্তির প্রত্যাশা পার্বত্যবাসীর।