শাবিপ্রবিতে পুলিশের হামলায় আহত ছাত্রের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণসহ শিক্ষামন্ত্রীর কাছে ১৩ দাবি শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত শিক্ষার্থী সজল কুন্ডুর ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলো শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে ১৩টি লিখিত দাবি জানিয়েছেন তারা। গতরাতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দ্রুত উপাচার্যকে অপসারণ করে প্রশাসনিক পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ, শিক্ষার্থীদের ওপর হয়রানিমূলক মামলাগুলো তুলে অবিলম্বে অনলাইন লেনদেনের অ্যাকাউন্ট খোলা, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ বার্ষিক বাজেটের ৩০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ, শিক্ষক নিয়োগে নূন্যতম যোগ্যতা পিএইচডি ডিগ্রিতে উন্নিত, শিক্ষকদের যোগদানের আগে আবশ্যিক ট্রেনিং, পরীক্ষার খাতা মূল্যায়নে গোপন কোড ব্যবস্থা চালুকরণ, শিক্ষার্থীদের বৈষম্যমূলক অবমূল্যায়ন না করা, বিশ্ববিদ্যালয়ে পুলিশের স্থায়ী স্থাপনা অপসারণ, সকল আবাসিক হলে ৩৬৫ দিন সকল সুযোগ সুবিধাসহ খোলা রাখার দাবিসহ ১৩টি লিখিত দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় খুললে ২-৩ দিন কার্যদিবসের মধ্যে দাবি পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে ঘটনার জন্য শাবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে গতকাল শিক্ষার্থীদের কাছে দু:খ প্রকাশের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সেই নির্দেশার প্রক্ষিতে বেলা ১২টার কিছু আগে উপাচার্য দু:খ প্রকাশ করেছেন বলে জানা গেছে।