শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের ঢাকায় ডেকেছিলেন শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১২:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫১৬ বার পড়া হয়েছে
উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের ঢাকায় ডেকেছিলেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। কিন্তু শিক্ষামন্ত্রীর সেই ডাক প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রকে সিলেটে যাওয়ার অনুরোধ জানালেন শিক্ষার্থীরা। তারা বলেন, অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। শারীরিক অবস্থা অবনতির দিকে।
এ অবস্থায় তাদের রেখে অন্য শিক্ষার্থীরা ঢাকা যাবেন না। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে। কিন্তু পরিবারিক সমস্যার কারণে শিক্ষামন্ত্রীর আসতে আরও দুয়েকদিন সময় লাগবে। এই সময়ের মধ্যে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। তাই আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অসুবিধার কথা তুলে ধরে বলেন, শিক্ষামন্ত্রী না আসতে পারলে ভার্চ্যুয়ালি তাদের সঙ্গে আলোচনা করতে পারেন।