শাবিপ্রবির সঙ্কট সমাধানে ড.কামালের আহবান
- আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আলোচনার মাধ্যমে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে গনফোরাম নেতাদের সাথে মুঠোফোনে কথা বলার সময় এ আহবান জানান তিনি। এদিকে, শিক্ষক সমিতির নেতাদের উপাচার্যের বাসভবনে যেতে দেয়নি আন্দোলনকারীরা। আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে তারা।
মঙ্গলবার দুপুরে ড. কামাল হোসেনের প্রতিনিধি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। এসময় তিনি ড. কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা বলেন। গণফোরাম সভাপতির সাথে কথা বলার প্রস্তাব দিলে শিক্ষার্থীরা তা নাকচ করে দেয়। তবে, আলোচনার মাধ্যমে দ্রুত অচলাবস্থা নিরসনের আহবান জানান ড. কামাল হোসেন।
খাবার নিয়ে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসসহ অন্যরা উপাচার্যের বাসভবনে যেতে চাইলে পথরোধ করে আন্দোলনকারীরা। এসময় আলোচনার আহ্বানও প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। পরে, ওই খাবার পরীক্ষা করে পুলিশের মাধ্যমে উপাচার্যের বাসায় পাঠানো হয়।
অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
গতকাল রাতে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ পূণঃসংযোগ করেছে শিক্ষার্থীরা। কিন্তু, আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের টিম। এদিকে, আন্দোলনকারীদের ‘টাকা পাঠানোয়’ সাবেক দুই শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে।
গত বুধবার থেকে উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করে শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।