শারদীয় দুর্গোৎসবের আয়োজনে সারাদেশে চলছে প্রতিমা তৈরীর কাজ
- আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের আয়োজনে সারাদেশে চলছে প্রতিমা তৈরীর কাজ। একইসঙ্গে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শিল্পীরা পূজামন্ডপ তৈরিতে। নিজের সব রং ঢেলে সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পিত্রালয়ে ফিরবেন দেবি, নবসাজে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবেই পূজা উৎযাপনের আশ্বাস প্রশাসেনের।
২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে দুর্গাপূজার ক্ষণ শুরু। ১ অক্টোবর মহাষষ্ঠী। এর মাধ্যমে শুরু হবে শারদীয়া দুর্গোৎসব। উৎসবকে ঘিরে হবিগঞ্জে প্রতিমা তৈরিতে কাজ করছে কারিগররা। অধিকাংশ মন্ডপে প্রতিমার কাজ শেষ হলেও রয়েছে রং ও সাজসজ্জার কাজ।
ইতিমধ্যেই প্রশাসনের সাথে কয়েকদফা বৈঠক করেছেন পূজা উদযাপন কমিটি। গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা নসাৎতে ব্যবক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিবারের ন্যায় এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে মনে করেন সনাতন ধর্মালম্বীরা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে শেরপুরের পালপারার মৃৎ শিল্পীদের। খড়-কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ চলছে। প্রতিমাতে এখন বসবে রঙয়ের আঁচড়। তৈরি হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর স্বরস্বতীর মূর্তি।
কারিগরদের অভিযোগ, প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি বাড়েনি।
করোনায় দুই বছর তেমন আনন্দ করতে না পারার দু:খ ভুলতে চান হিন্দু ধর্মালম্বীরা।
জেলা পূজা উদযাপন পরিষদের এ নেতা জানালেন, আসন্ন দুর্গাপূজার সব ধরণের প্রস্তুতির কাজ ঠিকভাবেই এগিয়ে চলছে।