শারদীয় দুর্গোৎসবের মন্ডপ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করছেন শিল্পীরা

- আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের আয়োজনে নারায়নগঞ্জ, দিনাজপুর ও চাঁদপুরে চলছে প্রতিমা তৈরীর কাজ। একইসঙ্গে পূজামন্ডপ তৈরির জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শিল্পীরা। এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে প্রতিটি জেলায়।
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতে তৈরি প্রতিমায় রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। তাদের যেন দম ফেলার ফুরসত নেই। প্রতিমা তৈরীর সরঞ্জাম বাড়ায়ও অনেকেই লোকসানেও ধরে আছে বাপ-দাদার পেশা।
পূজার আনুষ্টানিকতা আর উৎসব আনন্দে ভাসবে নারায়ণগঞ্জ। মা দূর্গাকে সাদরে গ্রহণে প্রস্তুত সনাতন ধর্মালম্বীরা। মণ্ডপে-মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। এবার দেবী দূর্গা আগমন হবে হাতিতে আর প্রস্থান হবে নৌকায় চড়ে।
মন্ডপের সংখ্যার দিক থেকে দেশের তৃতীয় বৃহত্তম দুর্গাপূজা হয় দিনাজপুরে। এ বছর জেলায় ১২’শ ৬৪টি মন্ডপে হচ্ছে দুর্গাপূজা।মনের মাধুরি দিয়ে রং তুলির আচরে প্রতিমা সাজাতে শেষ মুহুর্তে ব্যস্ত শিল্পীরা।
এবার প্রতিটি জিনিসের দাম বৃদ্ধির কারণে দুর্গাৎসবের আনন্দে কিছুটা ভাটা পড়বে বলে জানান সনাতন ধর্মাবলম্বীরা।
বিশ্বপরিস্থিতির কথা মাথায় রেখে পূজার বাজেট কাটছাট করা হয়েছে।
ভক্সপপ: রমাকান্ত রায়-সভাপতি-উপজেলা পূজা উদযাপন পরিষদ,বিরল।
চাঁদপুরে পূজামণ্ডপে শেষমুহূর্তে রঙ-তুলির আঁচড়ে দেবীকে সাজিয়ে তুলতে নির্ঘুম রাত কাটছে প্রতিমা শিল্পীদের। পেশায় লোকসান হলেও অনেকেই ধরে আছে বাপ-দাদার পেশা।
দুর্গাপূজায় যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের নিরাপত্তাসহ জেলার ৮ উপজেলার সব পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানান পুলিশ সুপার।
চাঁদপুরে এবছর ২’শ ১৯টি পূজামণ্ডপে দুর্গাৎসব হচ্ছে।