শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপের পার্শ্ববর্তী স্থানে দোকানপাট ও মেলা বসানো যাবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপের পার্শ্ববর্তী স্থানে দোকানপাট ও মেলা বসানো যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজামণ্ডপের আশপাশে কোনো দোকানপাট ও মেলা বসতে দেয়া হবে না । আতশবাজি ও পটকা ফোটানো যাবে না, গ্রহণ করা যাবে না মাদক। আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সারা দেশে ৩১ হাজার ২৩৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।