শারদীয় দুর্গোৎসবে মহাষ্টমীতে আজ কুমারী পূজা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন। বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। কুমারী পূজা এবং দেবীর সন্ধিপূজারও আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা সব নারীর মধ্যেই মাতৃরূপে বিরাজমান। এ উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করতেই কুমারী পূজার আয়োজন করা হয়। সারা দেশের রামকৃষ্ণ মিশনগুলোতে আয়োজন করা হয়েছে এই পূজার।
হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রীরাম কৃষ্ণের কথামতে, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।