শারদীয় দূর্গোৎসবের ৪র্থ দিন, আজ মহা নবমী
- আপডেট সময় : ০২:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
শারদীয় দূর্গোৎসবের ৪র্থ দিন, আজ মহা নবমী। চন্দ্রের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা আজ পালন করেন মহা নবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। তথ্য মতে, রামায়ণ যুগের অবতার শ্রীরামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথীতে দুর্গার পূজা করেছিলেন ১০৮টি নীলপদ্মে। তাই দুর্গোৎসবের মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হন দেবী দুর্গা।
অষ্টমী পেরিয়ে আজ নবমী। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের ভিড়। উৎসবের আমেজ চারদিকে।
ঢাকের তাল, ধুনুচি নাচ আর উলুধ্বনিতে… দেবীর আরাধনা। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন।
নবমী তিথিতে দেবী দুর্গার আরাধনা হয় দেবী সিদ্ধিদাত্রী রূপে। দেবী সিদ্ধিদাত্রী রূপ…. ঐশ্বরিক এবং পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞতা দূর করে।
মহামারি কাটিয়ে আগামী বছর একটি সুন্দর পরিবেশে পূজা হবে এমন প্রার্থনা ছিলো ভক্তদের।
ঢাকার পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। তবে বিশৃঙ্খল ঘটনার যথাযথ ব্যবস্থার দাবি ঢাকা মহানগর পূজা কমিটির নেতারা।
মূলত আজই পূজার শেষ দিন। শুক্রবার বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।