শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মহামারি করোনার কারণে প্রায় পাঁচ মাস পর শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে।
এদিন হাইকোর্ট এবং আপিল বিভাগে প্রবেশের ক্ষেত্রে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়। হাত জীবানু মুক্ত করার পাশাপাশি প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে সবার তামপাত্রা মেপে দেখা হয়। মাস্ক বিহীন কাউকেই সুপ্রিমকোর্ট চত্বরে প্রবেশ করতে দেয়নি কোর্ট পুলিশ। এদিন সুপ্রিমকোর্টের ১৮টি বেঞ্চের মাধ্যমে বিচারকাজ পরিচালনা করা হয়। মহামারী করোনার কারণে গত ১৪ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রম। ১১ই মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ শুরু করে অধস্তন আদালত ও হাইকোর্ট।