শাসকের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা নয় :রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির বহু দৈত্যকার কেলেঙ্কারির কথা যেন মানুষ জানতে না পারে সেজন্য মুক্ত চিন্তার মানুষদের বিরুদ্ধে ঢালাওভাবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হচ্ছে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শাসকের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা নয় জানিয়ে, নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ গুরুতর অন্যায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।