শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচি চলছে
- আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচি চলছে। অনশনের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, শনিবার রাতে ঢাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপুমণির সঙ্গে বৈঠকে কোন সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারেননি শিক্ষক প্রতিনিধি দল।
এর মধ্যে অন্তত ৩ জনের অবস্থা গুরুতর হলেও ভিসির পদত্যাগ ছাড়া তারা অনশন ভাঙতে রাজি নন। শনিবার কাফনের কাপড় পরে প্রতীকি মরদেহ নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা। সমস্যা সমাধানে আশ্বাসের ভিত্তিতে আজ দুপুরে আবার শিক্ষামন্ত্রী ডা. দীপুমণির সঙ্গে আলোচনায় বসবে ছাত্রছাত্রীরা। বৈঠকের পর শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাল্টা বক্তব্যে জটিলতা আরো বেড়ে গেছে। পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক শেষে ডাঃ দীপু মনি, আন্দোলনের সাথে তৃতীয় কোন পক্ষ জড়িত থাকতে পারে বলে মত দেন। সমস্যা সমাধানে শিক্ষার্থীদেরও আলোচনায় বসার আহ্বান জানান তিনি। এদিকে, অন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাঁদের করণীয় এবং পরবর্তী সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীকে আজ জানাবেন বলে জানিয়েছে আন্দোলনকারীরা।