শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে ৪ দফা দাবি
- আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৭৭২ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি। ভিসির পদত্যাগের বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমিতির পক্ষ থেকে। এদিকে, ভিসির পদত্যাগের একদফা দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যা যা দরকার, তা অনতিবিলম্বে করতে হবে। শিক্ষার্থীদের কোনো রকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানানো হয়। শিক্ষার্থী ও শিক্ষকের ওপর পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, এ বিষয়ে নিরপেক্ষ কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা করে গ্রহণ করতে হবে। এর আগে, রোববার সন্ধ্যায় ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে রোববার রাত সাড়ে দশটায় মশাল মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।