শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় তিনজন আটক
- আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুলবুল আহমেদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের পরিচয় এখনো পুলিশ জানায়নি। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে গাজী-কালু-টিলা সংলগ্ন ‘নিউজিল্যান্ড’ এলাকায় ছুরিকাঘাতে বুলবুল আহমেদকে হত্যা করা হয়। এদিকে, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি ও বুলবুল হত্যার প্রতিবাদে সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করে। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আরেকটি মানববন্ধন কর্মসূচি করে ছাত্রলীগ। এর আগে এ হত্যাকাণ্ডের বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক ঘণ্টার বেশি সময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।