শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২শো গ্রাম ওজনের ৮০ টি সোনার বার জব্দ
- আপডেট সময় : ১২:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২শো গ্রাম ওজনের ৮০ টি সোনার বার জব্দ করেছে গোয়েন্দারা। সিভিল এভিয়েশেনের এক নিরাপত্ত্বা কর্মীকে গ্রেফতারের পর তার কাছ তেকে স্বর্ণ গুলো জব্দ করে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৯ টা ৫০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ নম্বর একটি ফ্লাইট ল্যান্ড করে শাহ আমানত বিমান বন্দরের রানওয়েতে। এই ফ্লাইটে একটি সোনার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে তৎপরতা বাড়ায় গোয়েন্দারা। কিন্তু সব যাত্রী ও বিমানে তল্লাশী চালিয়েও প্রথম পর্যায়ে চালানটি খুঁজে পাওয়া যায়নি। পড়ে মো. বেলাল নামের সিভিল এভিয়েশনের এক নিরাপত্ত্বাকর্মীর গতিবিধ সন্দেহ হলে তার শরীরে তল্লাসী চালায় গোয়েন্দারা। এসময় তার কাছ থেকে ৮০ টি বার উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে সে গোয়েন্দাদের জানিয়েছে বিমানের টয়লেট থেকে চালানটি পেয়ে সরিয়ে ফেলার চেষ্টা করছিলো বেলাল।