শাহ আহমদ শফিকে হত্যা প্ররোচণার মামলায় হেফাজতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
- আপডেট সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফিকে হত্যা প্ররোচণার মামলায় সংগঠনের বর্তমান আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।
বিকেলে পিবিআইয়ের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশকারের কাছে এই তদন্ত প্রতিবেদন দেয়া হয়। গেল বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের এই শীর্ষ আলেম। মৃত্যুর আগে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রবিক্ষোভে টানা দুইদিন অবরুদ্ধ থাকেন তিনি। মৃত্যুর ৩মাস পর গেল ১৭ ডিসেম্বর সংগঠনটির বর্তমান আমীর জুনাইদ বাবুনগরীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। দীর্ঘ ৪ মাস তদন্ত শেষে ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দিল পিবিআই।