শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল সদর থানার রসূলপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা দাস হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মৃত্যুর পর লাশ গুমের অভিযোগে তাদের আরও সাত বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার ঢাকার দ্রুত বিচার টাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- অনিল কুমার দাসের সৎ ভাই স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, মো. ফরহাদ, মনিরুজ্জামান ভূঁইয়া, মঞ্জুরুল ইসলাম মিঞ্জু ও মো. শয়ান মিয়া। রায় ঘোষণার সময় ৫ আসামিকে কারাগার থেকে আদালতে এবং শয়ান মিয়া জামিনে থেকে আদালতে হাজির হন। । ২০১৭ সালের ২৬ জুলাই অনিল কুমার দাস ও তার স্ত্রীকে হত্যার পর মৃতদের গলায় ১০টি ইট বেঁধে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখে আসামীরা।