শিক্ষক নিয়োগের দ্বন্দ্বে কুড়িগ্রামে প্রধান শিক্ষককে হেনস্তা
- আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
শিক্ষক নিয়োগের দ্বন্দ্বে কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষককে হেনস্তার অভিযাগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। দু’জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক। সিসি ক্যামেরায় ধারণ করা এ ঘটনা ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চলছে তোলপাড়।
উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবীকে মারধরের অভিযোগ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে। বিদ্যালয়ের নিয়োগ নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও শিক্ষক নুরুন্নবীর বিরোধ বহুদিনের। এরই জেরেই বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে তুলে নিয়ে যায় রোকনুজ্জামান রোকন ও তাঁর সঙ্গীরা। রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয়ে অফিস কক্ষে নিয়ে আটকে রাখা হয় নুরুন্নবীকে। সেখানেই প্রধান শিক্ষককে মারধর করা হয়। পরে উপস্থিত লোকজন উক্ত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।