শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতের আগে উল্টো ভর্তুকি চায় পরিবহণ মালিকরা
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দাবির প্রেক্ষিতে টাস্কফোর্স গঠন করে উল্টো ভর্তুকি চেয়েছেন পরিবহণ মালিকরা। বিআরটিএ’র সাথে দ্বিতীয় দিনের বৈঠকে এ দাবি করেন তারা। বিআরটিএ চেয়ারম্যান জানান, বিষয়টি সুরাহার জন্য শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহণ সংশ্লিষ্টদের নিয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব উঠেছে। এদিকে, আজও রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দু’দিনের আলটিমেটাম দিয়েছে তারা।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সে সময় ৯ দফা বাস্তবায়নে দাবি জানান তারা। সাম্প্রতিক বাস ভাড়া বৃদ্ধির পর আবারও হাফ ভাড়ার দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দাবি বাস্তবায়নে দু’দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া, রোব ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভেরও ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে বিআরটিএ কার্যালয়ে বৈঠক হয়। এ সময় পরিবহণ মালিকরা টাস্কফোর্স গঠন করে উল্টো তাদের জন্য ভর্তুকি নির্ধারণের দাবি জানান।
সড়ক পরিবহণ মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ’র দাবি, মালিকদের ৮০ শতাংশই গরীব। ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন,পুরো বিষয়টি সুরাহার জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে।
এদিকে, সংসদে মহাসড়ক বিলের সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে আইন করার দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
হাফ ভাড়ার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরলেও, আইন করার বিষয়ে কিছু জানাননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশেই শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে হাফ ভাড়া চালু করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।