শিক্ষার্থীদের আন্দোলনে আগুন সন্ত্রাস, পথে বসেছেন ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের আন্দোলনে আগুন সন্ত্রাসের শিকার হয়ে পথে বসেছেন রাজশাহীর বিনোদপুর বাজারের ব্যবসায়ীরা। ফুটপাতে বসে প্রতিদিনের আয় দিয়ে যারা সংসার চালাতেন, তাদের বাড়িতে এখন চুলা না জ্বলার উপক্রম। হামলার পর আতঙ্কে দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। তবে ক্ষতিপূরণ চেয়ে তারা মামলা করবেন বলে জানিয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনে আগুন সন্ত্রাসের শিকার হয়ে পথে বসেছেন রাজশাহীর বিনোদপুর বাজারের ব্যবসায়ীরা। ফুটপাতে বসে প্রতিদিনের আয় দিয়ে যারা সংসার চালাতেন, তাদের বাড়িতে এখন চুলা না জ্বলার উপক্রম। হামলার পর আতঙ্কে দোকান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। তবে ক্ষতিপূরণ চেয়ে তারা মামলা করবেন বলে জানিয়েছেন।
ঘটনার ৪ দিন পেরিয়ে গেছে। স্বাভাবিক হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিস্থিতিও। সবকিছুই যেনো ঠিকঠাক আগের মতোই। কিন্তু আগুনে পোড়া বিনোদপুর বাজার এখনো থমকে আছে। বাজারের দোকানগুলোতে পোড়া ক্ষত। সব কিছু হারিয়ে পথে বসেছে ব্যবসায়ীরা।
ঘটনার ৪ দিন পেরিয়ে গেছে। স্বাভাবিক হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিস্থিতিও। সবকিছুই যেনো ঠিকঠাক আগের মতোই। কিন্তু আগুনে পোড়া বিনোদপুর বাজার এখনো থমকে আছে। বাজারের দোকানগুলোতে পোড়া ক্ষত। সব কিছু হারিয়ে পথে বসেছে ব্যবসায়ীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচারয জানিয়েছেন, স্থানীয়দের সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।
শনি ও রোববারের ঘটনা তদন্তে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। মঙ্গলবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে