শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গণপরিবহনে শিক্ষার্থীদের হেনস্থা ও হয়রানির প্রতিবাদসহ শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি।
দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন লিখিত বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বেশির ভাগ শিক্ষার্থীর অভাব দেখা দিয়েছে। তারা শিক্ষা জীবনের ব্যায় ভার বহন করতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধির অজুহাতে বিভিন্ন রুটে বাস ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বাস ভাড়া অর্ধেকে আনার দাবি জানানো হয় সংবাদ সন্মেলন থেকে। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়ার দেয়া হয়।