শিক্ষার্থীদের সেবা নিশ্চিতে ঢাবি কর্তৃপক্ষকে ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৮:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৮১০ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কাঙ্খিত সেবা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, কিছু উপাচার্য পদাধিকারি শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডে সমাজে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।এদিকে সমাবর্তনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী আর অভিবাবকদের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
কালো গাউন আর ব্ল্যাক ক্যাপের এই উৎসব আকাশ ছোঁয়ার…
এই উচ্ছ্বাস দীর্ঘ রাতজাগা পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জণের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের দিনে, সন্তানদের এই আনন্দের সারথী ছিলেন অভিবাবকরাও। একদিকে উৎসবের আনন্দ আর অন্যদিকে অভিভাবক আর সন্তানদের আবেগময় মুহুর্তগুলো ছিল চোখে পড়ার মতো।
দুপুর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সমাবর্তন বক্তা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোলের হাতে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি তুলে দেন রাষ্ট্রপতি।
এবারের সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশ নেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে
আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই দেশ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের বেশী দায়িত্বশীল হবার আহ্বান জানান রাষ্ট্রপতি।
পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি বন্ধে কর্তৃপক্ষের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেন তিনি।
সমাবর্তনের শুরুতে নৃত্য ও সুরের মূর্ছনায় বিমোহিত শিক্ষক শিক্ষর্থী ও অতিথিরা।
করোনার কারণে গেল ৩ বছর এমন প্রাণের উৎসব থেকে বঞ্চিত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।