শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় আবারো আন্দোলনে শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় আবারো আন্দোলনে শিক্ষার্থীরা।
দুটি গ্রুপে ভাগ হয়ে প্রশাসনিক ভবনের সামনে অনশন ও একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি চলছে। তদন্ত প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক শুক্রবার মুলতবি করায় নতুন করে কর্মসূচি শুরুর সিদ্ধান্ত আসে। অভিযুক্ত শিক্ষিকার জন্য গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়। ২৬ সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন ওই বিভাগের প্রথম বর্ষের ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেন।