শিক্ষার্থী ও শিক্ষকদের করোনা ভ্যাকসিন দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী সুনামগঞ্জবাসীর
- আপডেট সময় : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫১১ বার পড়া হয়েছে
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নানান সমস্যায় পড়ছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী ও শিক্ষকদের করোনা ভ্যাকসিন দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী সুনামগঞ্জবাসীর।
গেল বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রাম গঞ্জের অসংখ্য শিক্ষার্থী ঝড়ে পড়েছে এবং স্বল্প পরিসরে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করলেও বেশীর ভাগ শিক্ষার্থী দারিদ্রতার কারণে প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট এমবি কিনতে পারছে না। শিক্ষার্থীদের সর্বাগ্রে করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী ভুক্তভোগীদের।
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম
করোনা ভাইরাসের কারণে দেশের সকল কিছু স্বাভাবিক থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ফিরিয়ে দেয়ার দাবী ভুক্তভোগীদের।