শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরী ভিত্তিতে আন্তঃমন্ত্রনালয় বৈঠকের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরী ভিত্তিতে আন্তঃমন্ত্রনালয় বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে করোনা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেয়ার নির্দেশও দেন তিনি।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদস্যরা এই বৈঠকে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, গ্রামের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনেকক্ষেত্রেই মানছে না। একই সাথে পড়াশোনারও ক্ষতি হচ্ছে , যা চিন্তার বিষয়। তাই অতি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসময় চলমান নানা প্রকল্পের অগ্রগতি বিষয়ে তদারকি করেন প্রধানমন্ত্রী।