শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা ইসলামী আন্দোলনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী বৃহস্পতিবার জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে করা মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এই কর্মসূচির ঘোষণা দেন। করোনাকালে সব খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় তীব্র প্রতিবাদ জানান তিনি। কালো নকশার অংশ হিসেবে সরকার পরিকল্পিতভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মূর্খতার দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শিক্ষার্থীদের অভিভাবকদের কে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।