শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জাতীয় পরামর্শ কমিটির বৈঠক আজ
- আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনই ভাবা হচ্ছে না, যত দিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি। পাশাপাশি তিনি আরো বলেন, আজ জাতীয় পরামর্শ কমিটির বৈঠক আছে, সেখান থেকে পুরো বিষয় পর্যালেচনা করে দেখা হবে।
দুপুরে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ১২ বছরের উপরে যাদের বয়স তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মোট ১২ হাজার ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক দেয়া হয়।