শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী দীপু মনি।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ধর্ম শিক্ষার বিষয়টি বাদ দেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে এতে নতুন করে কিছু সংযোজন ও সংশোধন করা হবে।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে পরীক্ষা কমিয়ে হাতে-কলমে শিক্ষার প্রতি জোর দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” বিষয়ে ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। এই ডকুমেন্টারির মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছে। আগামীতে এ ধরনের আরো প্রকল্প গ্রহণ করা হবে। অনুষ্ঠানে সেরা ডকুমেন্টারি তৈরীর জন্য ১০টি স্কুলকে পুরস্কৃত করা হয়।